ফাইনালে ডায়নামাইটসের বিপক্ষে নামবে কিংস
1 min readবিপিএলের ফাইনালে শুক্রবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৬টায়।
প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ঢাকা ডায়নামাইটস। এবার সাকিব আল হাসানের দলের লক্ষ্য শিরোপা জয়। শক্তির বিচারে অবশ্য দুই দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। তবে ঢাকার মূল শক্তি মেহেদী মারুফ, সাঙ্গাকারা, সাকিব, আন্দ্রে রাসেলের ব্যাট হাসলে জয় পাওয়া কঠিন হবে না।
অন্যদিকে, এলিমেনেটরে শক্তিশালী চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় রাজশাহী। যেখানে খুলনাকে হারিয়ে ফাইনালে উঠে ড্যারেন স্যামির দল। এবার প্রথমবারের মতো শিরোপার স্বপ্ন রাজশাহীর।