Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী

1 min read
ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী

ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী

ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী
ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী

মোটর সাইকেলে চড়ে খালি হাতে ফুটবল মাথায় নিয়ে কখনও শুয়ে, কখনও দাড়িয়ে সারা শহর ঘুরে সবাইকে তাক লাগিয়ে দিল ফুটবল মানব মাসুদ রানা। খুলনার ডুমুুরিয়ার এই বলমানব বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির মধ্যে নিজের মোটর সাইকেলে বল মাথায় নিয়ে ঝিনাইদহ শহরে আসেন। এরপর থেকে শুরু করেন তার নৈপুণ্য প্রদর্শনী। রাস্তার দু’ধারের শত শত উৎসুক জনতা তার নৈপুণ্য প্রদর্শন উপভোগ করেন।

ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী
ফুটবল মানব মাসুদ রানা’র নৈপুণ্য প্রর্দশণী

সম্প্রতি সে বল মাথায় নিয়ে সারা দেশ ঘোরার কর্মসূচী হাতে নিছে। এ কমূসূচী সংক্ষিপ্ত যাত্রা বিরতির মাঝে ফুটবল নিয়ে সবাইকে আনন্দ দিতে ঝিনাইদহে আসে এই বলমানব বলে পরিচিত মাসুদ।

তিনি ফুটবলের বিভিন্ন নতুন নতুন কৌশল উদ্ভাবন ও প্রদর্শনের মাধ্যমে দেশবাসীকে আনন্দদান ও গ্রিণেজ বুকে নিজের নাম উঠাতে তার কাজ চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

খালিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *