ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার
1 min readমাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ সহকারী পরিচালক মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানাধীন হেলাই গ্রামস্থ আসামী মোঃ মোতাহার হোসেন (৩১),পিতা মৃত আনছার আলী মুন্সী এর ০৩(তিন) কক্ষবিশিষ্ট বসতঘর তল্লাশী করে মধ্যের কক্ষের মধ্য হতে ০৭ (সাত) বোতল ফেনসিডিল এবং ১০০(একশত) পিচ ইয়াবা উদ্ধার করে।
পরবর্তীতে পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। আসামী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
রেইডিং পার্টির সদস্য হলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক মোঃ রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা , সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক ও জেলা পুলিশ লাইনের ০৩ জন পুলিশ সদস্য।