বছরের প্রথম দিনেই বই বিতরণ
1 min readঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন চৌধরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আক্কাছ আলী, সাবেক সভাপতি ডাক্তার আবু তালেব, মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান, ইউপি সদস্য নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান মিন্টু, অভিবাবক সদস্য গোলাম মোস্তফা, আলম গাজি ও সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারী সুপার মোহাম্মদ মঈনুদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান নাসির চৌধরী বলেন, আজকের ছোট্র শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষায় গড়ে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে একদিন সুনাগরিক হিসাবে গড়ে উঠে দেশের কল্যাণে কাজ। তিনি আরো বলেন গত কয়েক বছর ধরে পাতবিলা দাখিল মাদরাসাটি ধারাবাহিকভাবে সব পাবলিক পরীক্ষায় শতভাগ পাশের ফলে এই ইউনিয়নের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
তরিকুল ইসলাম
কালীগঞ্জ, ঝিনাইদহ