বছর পেরিয়ে গেলেও মেরামত করা হয়নি ব্রীজটি
1 min readঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর ও বালাপাড়া গ্রামের মাঝে খালের উপরে ব্রীজটির পার্শ দেয়াল, ১ বছরের বেশী সময় আগে ভেঙ্গে গেলেও মেরামত করা হয়নি আজও। ফলে স্কুল গামি শিশু সহ পথ চারিরা ঝুকি নিয়ে প্রতিদিন চলাচল করছে। এলাকাবাসী জানায়, ১ বছরের বেশী সময় পূর্বে, বিয়ের বরযাত্রি বাহি একটি বাস রাস্তা দিয়ে যাবার সময়, গাড়ির ধাক্কায় পার্শ দেয়ালের সম্পূর্ণ অংম ভেঙ্গে নিচে পড়ে যায়। রাস্তা ও ব্রীজটি চিকন হওয়ায় একটি গাড়ির বেশী যেতে পারেনা। তারপরও দেয়াল না থাকায় চলাচল আরো ঝুকি পূর্ণ হয়ে গেছে। বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগোলক নগর ইবতেদায়ি মাদরাসার শিশু শিক্ষার্থিরা সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এবং মাঠের মানুষ এ পথেই যাতায়াত করে থাকেন। খালটিতে অধিকাংশ সময় পানি না থাকায় এবং ব্রীজের নিচে সম্পূর্ন পাকা ঢালায় থাকার কারণে অভিভাবক গণ থাকেন উৎকন্ঠার মধ্যে, কেননা কেউ পড়ে গেলে প্রাণ হারানোর যোগাড় হতে পারে। শৈলকুপা এলজিইডি’র প্রকৌশলি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান জানান, এধরনের কাজের জন্য আমাদের হাতে বরাদ্দ না থাকায় কাজটি সুপারিশ করে ঢাকা পাঠানো হয়েছিল। আমাদের নিজ¦স্ব কোন তহবিল নাই মেরামতের জন্য।