Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বাঁচতে চায় ইবির মেধাবী শিক্ষার্থী মৌসুমী

1 min read
বাঁচতে চায় ইবির মেধাবী শিক্ষার্থী মৌসুমী

ঝিনাইদহ নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মৌসুমী আক্তার মৌ। তার অন্যসব সহপাঠীদের মতো ক্যাম্পাস দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে সে। তার রক্তে ছড়িয়ে পড়েছে এসএলই ভাইরাস।

বর্তমানে সে ঢাকার গ্রিণ লাইফ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে। মৌসুমীর চিকিৎসকরা জানান, মৌসুমীর রক্তে ছড়িয়ে পড়েছে এসএলই ভাইরাস। ক্রমাগতভাবে তার শরীরের কোষগুলো ভেঙে যাচ্ছে প্রতিদিন। এটি ক্যান্সারের জীবানু সংক্রমণ হওয়ার সর্বশেষ স্তর। তাকে সুস্থ করতে দরকার উন্নত চিকিৎসা। প্রতিদিন প্রায় বিশ হাজার টাকা তার চিকিৎসা ব্যয়ে খরচ হচ্ছে। সম্পূর্ণ সূস্থ হতে এখনো প্রয়োজন প্রায় চার লাখ টাকা।

মৌসুমী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের লতিফ এর মেয়ে। তার বাবা একজন দিনমজুর। তার পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের প্রতি আকুতি জানিয়েছে তার অসহায় পিতা।

সাহায্য পাঠানোর ঠিকানা-

অগ্রণী ব্যাংক হিসাব নং (০২০০০০৭৯৯২১৭৭) কবিরপুর শাখা (শৈলকুপা, ঝিনাইদহ)।

বিকাশ (০১৭৫০-২৬২৫১৯) ও রকেট (০১৭৩০-৬৬৮৭৪৫৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *