Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বাংলাদেশ দলের জার্সি বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বকাপে পাকিস্তান দলের জার্সির সঙ্গে বাংলাদেশ দলের জার্সির মেলানোর কিছু নেই। এভাবে মেলানো ঠিক হবেনা।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের জার্সি বিষয়ে সমালোচনা প্রসঙ্গে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সবুজ আমাদের জাতীয় পতাকার রঙ। এই সবুজের মধ্যে লাল রঙ দিয়ে বাংলাদেশ লেখা হয়েছিল। আইসিসি আপত্তির কারণে তা পরিবর্তন করে সাদা লেখা হয়েছে। এছাড়া আর কিছুই নয়।’

এর আগে সংবাদ মাধ্যমকে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘টাইগারদের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করছেন, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।’

মেজাজ হারিয়ে পাপন বলেছিলেন, ‘বাংলাদেশ যেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কীভাবে। টাইগারের ছবি যেখানে আছে, তারপরেও কেউ যদি বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত।’

সোমবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবুজ রঙের নতুন জার্সি অধিনায়ক মাশরাফির হাতে তুলে দেয়ার পর থেকে বাংলাদেশ দলের জার্সি নিয়ে সমালোচনা শুরু হয়।

জার্সিতে লাল রং না থাকায় সোশ্যাল মিডিয়াসহ ক্রিকেটপ্রেমীদের মাঝে সমালোচনার ঝড় বইতে থাকে।

এ বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, এবার আইসিসির নির্দেশনায় অন্যান্য দেশের জার্সিতে অনেক পরিবর্তন এসেছে। একইভাবে বাংলাদেশের জার্সিতেও পরিবর্তন এসেছে।

বিসিবি সূত্র জানায়, এবার সবুজ রঙের জার্সির পেছনের নম্বরগুলো লাল রং দিয়ে অনুমোদনের জন্য আইসিসির কাছে পাঠিয়েছিল বোর্ড। কিন্তু আইসিসি লাল রং উঠিয়ে দিয়ে জার্সি তৈরি করার কথা জানায়।

তবুও সমালোচনা তীব্রতর হয়ে ওঠে। অবশেষে কঠোর সমালোচনার পেক্ষিতে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবি সূত্রের খবর, জার্সি সেই আগের মতোই থাকবে, শুধু বাংলাদেশ লেখাটা লাল করে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *