বাঘাডাঙ্গা সীমান্তের ইসামতী নদীতে ভেসে এলো অঙ্গাত ব্যক্তির লাশ
1 min read
ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। আজ সকাল ১১ টার দিকে এ মৃতদেহ পাওয়া যায়। তবে লাশটি ভারতীয় না বাংলাদেশের তা নিশ্চিত করে জানাতে পারেনি বিজিবি বা পুলিশ।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম জানান, ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের খোশালপুর এলাকায় ইছামতি নদীতে এক ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে সেখানে টহল টিম পাঠানো হয়।
লাশের শরীরে ধুতি পরানো, পেটের নিচে কলাগাছ বাধা রয়েছে এবং মুখ ও শরীরের বিভিন্ন অংশ পোড়ানো রয়েছে।ধারনা করা হচ্ছে ৭/৮ দিন আগে মৃত্যুর পর লাশের মুখে আগুন দিয়ে কেউ নদীতে ফেলে দিয়েছিল। পরে লাশটি ভারত থেকে ভাসতে ভাসতে এখানে এসেছে।
তিনি আরো জানান, লাশ এখনও নদীতে রয়েছে। এ ব্যাপারে বিএসএফ এর কুমারী ক্যাম্পকে জানানো হয়েছে। পরবর্তিতে বিজিবি-বিএসএফ বৈঠকের মাধ্যমে লাশের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিজিবি-বিএসএফ বৈঠকের পর যদি বাংলাদেশের বলে চুড়ান্ত হয় তাহলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।