বারবাজারে ৯০০ কেজি ভেজাল সার জব্দ
1 min read
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন ঝিনাইদহে অনুমোদিত কোম্পানীর দেড় লাখ টাকার ভেজাল জিংক সালফেট মনো হাইড্রেড সার জব্দ করেছের্ ।
মোবাইল কোর্টের বিচারক ও সহকারি কমিশনার (ভুুমি) শাহানাজ পারভিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা বারবাজারে অভিযানে নামে মোবাইল কোর্ট। একটি দোকানে অভিযান চালিয়ে ৯শ কেজি জিংক সালফেট হাইড্রেড ভেজাল সার জব্দ করা হয়। ভেজাল সার বিক্রির অভিযোগে মন্টু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেগুলি ধ্বংস করা করার প্রক্রিয়া চলছে।