বাল্য বিয়ের দায়ে ৮জনের কারাদন্ড
1 min read
সোমবার বিকালে মহেশপুরে বাল্য বিয়ের দায়ে কাজী সহ ৮জনকে কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালতে।
উপজেলা ফতেপুর ইউনিয়ন পরিষদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি চৌধুরী রওশন ইসলাম ভ্রামান আদালত বসিয়ে ৫টি বাল্য বিবাহের দায়ে কাজী সহ ৮জনের কারাদন্ড প্রদান করে।
অত্র ইউপির পুরন্দপুর গ্রামের জামাল হোসেন ও তার পুত্র বর ওমর আলীকে ১মাস, একই গ্রামের আব্দুল বারীর ছেলে নুর ইসলামকে ১মাস, ফতেপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী শিখা খাতুনকে ১মাস, নিমতলা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুনকে ১মাস, ঢাকা খিলখেতের কবির উদ্দীনের ছেলে বর পলাশকে ১মাস ফতেপুরের জাকির গাইনের স্ত্রী হালিমা বেগমকে ১মাস, এবং কাজী হাফিজুর রহমাকে ১৫ দিনের জেল প্রদান করেছেন।
এসময় উপন্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা আশাফুর রহমান, মহিলা বিষায়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, সমাজসেবা কর্মকর্তা জুলফিক্কার আলী, চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।