Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

1 min read
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আব্দুল হাকিম (২৭) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল হাকিম মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের নুরুল আমিন সরদারের ছেলে।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল তাজুল ইসলাম জানান, সোমবার রাতে একদল গরু ব্যবসায়ী লড়াইঘাট সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। সীমান্তের প্রায় ১ কিলোমিটার ভেতরে তারা ফতেপুর ক্যাম্পের বিএসএফের বাঁধার মুখে পড়ে।

সে সময় বিএসএফের গুলিতে আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। অপর সঙ্গীরা তাকে সীমান্তের এপারে নিয়ে আসে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হলে মঙ্গলবার সকালে লড়াইঘাট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করেছে। কিভাবে সে গুলিবিদ্ধ হলো বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা ভারতের ভেতর থেকে তাকে নিয়ে এসে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *