বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
1 min readজঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আলাদা আলাদ সময়ে এ কর্মসূচী পালন করা হয়। সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা বক্তব্য রাখেন।
সকালে ঝিনাইদহ সরকারী বালিক বিদ্যালয়, কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ, নুরুন্নাহার মহিলা কলেজ, সরকারী কেসি কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেসময় বক্তারা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনা বৃদ্ধির সাথে সাথে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হাওয়ার আহ্বান জানান।
আহমেদ নাসিম আনাসারী
ঝিনাইদহ।