বিশ্ব নিত্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত
1 min readঝিনাইদহে বিশ্ব নিত্য দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ –তৃর্য্য” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকালে জেলা শহরের আদর্শ পাড়া থেকে ত্রিতাল নিত্য একাডেমীর আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা শহরের পায়রা চত্তর সহ প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করে ত্রিতাল নিত্য একাডেমীতে এসে আলোচনা সভায় অংশ নেয়। মনোয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোসলেম আলী।শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিতাল নিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আহমেদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিহঙ্গ নাট্য গোষ্ঠির শাহিনুর আলম লিটন,কৃষি ব্যাংক কর্মকর্তা আশরাফুল আলম,এ্যাডঃকামরুল আবেদীন শাহীন,জেসমিন নাহার শিল্পী,শিল্পী রানী বিশ্বাস।আলোচনা সভা পরিচালনা করেন পিয়াল আহমেদ। আলোচনা শেষে দিনব্যাপী অনুষ্ঠানের নৃত্য,নাচ,গানের মধ্যে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোসলেম আলী সহ অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানের নিত্য শিল্পী ও শিশুদেও অভিভাবকগন উপস্থিত ছিলেন।