বৈদ্যুতিক শর্টসাকিটে ঝিনাইদহ আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই
1 min readঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ভুবতিপুর গ্রামের আবাসন প্রকল্পের বৈদ্যুতিক শর্টসাকিটে রোববার (২০আগস্ট) বিকালে ১০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।
সেই সময় ঘরের আসবাপত্রসহ নগদ প্রায় দেড় লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে বৈদ্যুতিক শর্টসাকিটে মাধ্যমে আবাসন প্রকল্পের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পর্যায়ক্রমে রোজিনা, উজ্বল, ইতিকা, রনি, মিনাল ওরফে মিলন, কমেলা, মসলেম, আয়ুব, মাজেদা ও রাজেদার ঘর পুড়ে যায়।