Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বৈদ্যুতিক শর্টসাকিটে ঝিনাইদহ আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই

1 min read

pozar

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ভুবতিপুর গ্রামের আবাসন প্রকল্পের বৈদ্যুতিক শর্টসাকিটে রোববার (২০আগস্ট) বিকালে ১০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।

সেই সময় ঘরের আসবাপত্রসহ নগদ প্রায় দেড় লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে বৈদ্যুতিক শর্টসাকিটে মাধ্যমে আবাসন প্রকল্পের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পর্যায়ক্রমে রোজিনা, উজ্বল, ইতিকা, রনি, মিনাল ওরফে মিলন, কমেলা, মসলেম, আয়ুব, মাজেদা ও রাজেদার ঘর পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *