ব্যাপারীপাড়া থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
1 min readঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শহরের ব্যাপারী পাড়ার টিপু সুলতান ও একই এলাকার ফারুক হোসেন।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন গ্রেফতারকৃতরা ব্যাপারী পাড়া এলাকায় ফেরি করে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ১’শ ১০ পিচ ইয়াবাসহ টিপু সুলতান ও ফারুক হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, সাইদুল হক উপস্থিত ছিলেন।