ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ৬টি ল্যাপটপ চুরি, নাইট গার্ড আটক
1 min readশেখ রাসেল ডিজিটাল ল্যাব এর পক্ষ থেকে পাওয়া ৬টি ল্যাপটপ চুরি হয়ে গেছে ঝিনাইদহের শৈলকুপার ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে। শিক্ষার্থীদের ভাষা প্রশিক্ষনের জন্য এগুলো দেয়া হয়েছিল।
সোমবার রাতের কোন এক সময় চোর চক্র কম্পিউটার ল্যাব ঘরের তালা কেটে এগুলো চুরি করে নেয়। মঙ্গলবার সকালে শিক্ষার্থী ও শিক্ষকরা এ ঘটনা টের পাই। এব্যাপারে জড়িত সন্দেহে স্কুলের নাইট গার্ড মনসের আলীকে আটক করেছে পুলিশ।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জানায় ৬টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের অপূরনীয় ক্ষতি হলো। এ ব্যপারে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।
এদিকে শৈলকুপা থানার এসআই ইকবাল হোসেন জানান বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের নাইট গার্ডকে আটক করা হয়েছে।