Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মসুর চাষে বাম্পার ফলন

1 min read
মসুর চাষে বাম্পার ফলন

মসুর চাষে বাম্পার ফলন

মসুর চাষে বাম্পার ফলন
মসুর চাষে বাম্পার ফলন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় মসুর চাষে এলাকার কৃষক এবং কৃষিবিভাগ,নতুন নতুন প্রযুক্ত কাজে লাগীয়ে বাম্পার ফলনের আশা করছে। জানা গেছে, উপজেলার ভাইনা ইউনিয়নের কৃষক এনামুল হক কৃষিবিভাগের পরামর্শে ৫০শতক জমিতে উপজেলা কৃষি অফিসার মোঃ আরশাদ আলী চৌধরীর তত্বাবধানে, উপসহকারী কৃষি অফিসার শংকরপালের পরামশে ভাইনা বøকের লাইন করে মসুর চাষকরছে কৃষকরা।

কৃষি অফিস সুত্র জানায়, লাইন করে লাগালে মসুর চাষে ফলন ভালো হয়। আগাছা হয়না। আর ভালো বীজ উৎপাদন করতে, সঠিক পরিচর্চার প্রয়োজন হয়। সে দিক দিয়ে এখন কৃষক অনেক সচেতন। উপজেলা কৃষি অফিসার মোঃ আশরাদ আলী চৌধরী জানান, এবছর হরিনাকুন্ডু উপজেলায় মসুর আবাদ হয়েছে ১৩ শ ৪০ হেক্টর জমিতে,কৃষকরা বাম্পার ফলন পাবে বলে তিনি আশা করছেন।

তিনি আরো জানান, এক জন মানুষের প্রতিদিন ৬০ গ্রাম ডাল জাতিও খাদ্য গ্রহন করা উচিত। মসুর ডালে আমিষের পরিমান বেশি থাকে, ডালে ২১% প্রোটিন এবং ৪৩% কার্বোহাইড্রেট থাকে সেই সাথে আঁশ, ফসফেট, ক্যালসিয়াম, আয়রণ এবং ভিটামিন বি-কমপ্লেক্সা থাকে যা শরীরের জন্য উপকারি।

যে কারনে আমাদের দেশে চাষী পর্যায়ে উন্নাতমানের ডাল চাষ কৃষকদের মাধ্যমে ভাল বীজ এবং ডাল উৎপাদন করতে হবে বেশি করে তাহলে দেশের পুষ্টির ঘাটতি পুরন করে অর্থনৈতিক ভাবো দেশ উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *