Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুরে আশা’র কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

1 min read

মহেশপুরে আশা’র কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

মহেশপুরে আশা’র কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই
মহেশপুরে আশা’র কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

ঝিনাইদহের মহেশপুরে এনজিও আশার এক মাঠকর্মীকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা ছিনতাই করেছে এক ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় জিয়াউর রহমান নামের ওই কর্মীকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জিয়াউর রহমান কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও মহেশপুর উপজেলার নাটিমা আশা ব্র্যাঞ্চের মাঠকর্মী হিসেবে কর্মরত আছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিবানন্দপুর  গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছিনাইকারী ইকবাল হোসেনকে আটকের চেষ্টা করছে।
আশার মহেশপুর উপজেলার (আরএম) ফরহাদ খান জানান, সকালে মাঠকর্মী জিয়াউর রহমান উপজেলার শিবানন্দপুর গ্রামে স্বর্ণলতা সমিতিতে টাকা আদায়ের জন্য যাচ্ছিলেন। এ সময় ঐ গ্রামের আপেল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন তার গতিরোধ করে এবং তার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বিষয়টি তিনি জেনেছেন। ছিনতাইকারীকে  আটক ও টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *