মহেশপুরে এক প্রবাসীর বাড়িতে বোমাহামলা, আটক ২
1 min readচাঁদার দাবিতে ঝিনাইদহের মহেশপুরে এক প্রবাসীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার পর পুলিশ অভিযান চালিয়ে খোকন ও তুষার নামে ২ হামলাকারী কে আটক আটক করেছে।
মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামে মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়িতে আজ সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে । তবে হামলায় কেউ আহত হয়নি। পরপর দুটি বোমার বিষ্ফোরণ ঘটে বলে পরিবারের সদস্যরা বলছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, প্রবাসী জাকির হোসেনের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় দুজন হামলাকারী কে আটক করা হয়েছে, এরা বোমাহামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজের সাথে লিপ্ত।