মহেশপুরে এক মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ ছাত্রলীগ নেতা
1 min readমহেশপুরে দীর্ঘ একমাস পার হয়ে গেলেও উদ্ধার হয়নি নিখোঁজ ছাত্রলীগ নেতা সাইদুর রহমান চঞ্চল। গত ৬ আগস্ট নেপা বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবার ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার সেজিয়া গ্রামের শফি উদ্দিনের ছেলে সাইদুর রহমান চঞ্চল (১৭) গত একমাস ধরে নিখোঁজ রয়েছে। সে নেপা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। সাইদুরের বাবা শফি উদ্দিন জানান, সাইদুর গত ৬ আগস্ট বিকাল সাড়ে ৩টার সময় নেপা বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। সেই থেকে