মহেশপুরে বাল্য বিয়ের দায়ে ৪জনের কারা দন্ড
1 min read
ঝিনাইদহের মহেশপুরে বাল্য বিযে দেওয়ার অপরাধে কনে সহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশাফুর রহমান ভ্রাম্যমান আদালত মাধ্যেমে এ দন্ডাদেশ দেন।
জানা যায় ,উপজেলার স্বরপপুর ইউনিয়নের ইউসুপ মন্ডলের ছেলে ও বর কিবরিয়াকে ১০ হাজার টাকা জরিমানা , আহিদুল ইসলাম (বরের দুলা ভাই) কে ১ মাস ,শ্যামকুরের খাইরুল ইসলাম কনের দুলা ভাই কে ১ মাস এবং কনে সোনিয়া খাতুনকে ৭ দিনের জেল প্রদান করেছেন।