মহেশপুরে বিজিবির অভিযানে মাটির নিচে ঘরের সন্ধান
1 min readঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত এলাকার লেবুতলা গ্রামে বিজিবির অভিযানে মাটির নিচে একটি ঘরের সন্ধান পাওয়া গেছে। যেখানে মানবপাচার, মাদক ব্যবসা, দেহ ব্যবসার জন্য ব্যবহৃত হতো। শনিবার তা বন্ধ করে দেওয়া হয়েছে। আন্ডার গ্রাউন্ড ঘরের মালিক মাদক ব্যবসায়ী লেবুতলা গ্রামের মৃত লুতফর মন্ডলের ছেলে মুকুল। বিজিবি তাকে আটক করতে পারেনি।
জলুলী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত উপজেলার লেবুতলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঐ গ্রামে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ঘরের সন্ধান পাওয়া যায়। সেখানে বসে মাদক ব্যবসায়ী মুকুল হোসেন মাদক ও মানবপাচারের কাজ করতো। বিজিবির উপস্থিতি পেয়ে সে পালিয়ে যায়। বর্তমানে ঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তারেক মাহমুদ