মহেশপুরে বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা
1 min readজাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে রোববার দিনব্যাপী ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমান প্রতিবন্ধী চিকিৎসা সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ২১৬ জন প্রতিবন্ধী রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে বলে চিকিৎসা সেবা কেন্দ্র সুত্রে জানাগেছে।
বিকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান ভ্রাম্যমান প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন ও প্রতিবন্ধী রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট ফিজিও থেরাপীর ডাঃ নূর আলম আকাশ, থেরাপী সহকারী আমানুজ্জামান নয়ন, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধরী নুথান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাফিজ আল আসাদ প্রমুখ। বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা ৩ দিন ধরে এসবিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চলবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তা।