মহেশপুরে ভিক্ষুকের টাকা উদ্ধার করে ফেরত দিলেন ইউএনও
1 min readঝিনাইদহের মহেশপুরে এক বৃদ্ধা ভিক্ষুকের ৯ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশাফুর রহমান। কয়েকদিন আগে সরকারি জমি বন্দোবস্ত করে দেবার নাম করে উপজেলার ভাষানপোতা গ্রামের তক্কেল হোসেনের ছেলে রবিউল ইসলাম একই গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা ভিক্ষুক জহুরা বেগমের কাছ থেকে ৯ হাজার টাকা নেন। বিষয়টি জানার পর বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনও সেই টাকা উদ্ধার করে বৃদ্ধাকে ফেরত দেবার ব্যবস্থা করেন।
মহেশপুরের ইউএনও আশাফুর রহমান জানান, উপজেলার ভাষাণপোতা গ্রামের বৃদ্ধা ভিক্ষুক জহুরা বেগমের (৮৫) কাছ থেকে সরকারি জমি বন্দবস্তো পাইয়ে দেবার নামে প্রতারণা করে ঐ গ্রামের রবিউল ইসলাম ৯ হাজার টাকা আত্মসাৎ করে। ভিক্ষুক জহুরা বিষয়টি স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের জানালেও কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ গত ২ দিন আগে মৌখিক ভাবে তাকে জানায়।
পরে সকালে রবিউল ইসলামকে উপজেলা পরিষদে ডেকে আনলে সে সবার উপস্থিতিতে টাকা আত্মসাতের কথা স্বীকার করে ৯ হাজার টাকা ফেরত দেয়। রবিউল তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ভিক্ষুক জহুরা বেগমকে আরো একটি শাড়ি ক্রয় করে দেন।
জহুরা বেগমকে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় আনা হবে বলেও জানান ইউএনও।