মহেশপুরে মশিয়ার রহমান প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার পরিচালকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ
1 min read
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে অবস্থিত মশিয়ার রহমান প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডা: এম,এ আর জুয়েলের বিরুদ্ধে
করে শিশু মারা গিয়াছে মর্মে উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির লক্ষীপুর গ্রামের মোস্তফার কন্যা মুসলিমা খাতুনকে সিজার করার জন্য গত ১৫ নভেম্বর ডা: এম এ আর জুয়েলের মাধ্যমে ঐ ক্লিনিকে ভর্তি করে। ডা: জুয়েল প্রশিক্ষণ প্রাপ্ত ভাল ডাক্তার দ্বারা অপারেশন করার কথা থাকলেও তা না করে রাতের আঁধারে নিজেই অপারেশন করে। এতে মুসলিমার বাচ্চাটি মারা যায় এবং মুসলিমার অবস্থা আশংকাজনক হয়ে পড়ে। বিষয়টি অভিভাবক গণ জানতে পারে জুয়েল নিজেই ঐ অপারেশন করেছে।
তারা জানায় ডা: এম এ আর জুয়েল কোন ডিগ্রীধারী না হয়েও সাইনবোর্ডে ডি,এম,এফ (ঢাকা), ডি এম সি এইচ (ঢাকা) প্রাক্তন সহকারী মেডিকেল অফিসার লিখে মশিয়ার রহমান প্রাইভেট হাসপাতাল এন্ড জয়িতা জবা ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করে আসছে। মুসলিমার অবস্থা আশংকাজনক ও শিশু মারা যাওয়ায় ঐ প্রতারকের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে মা বেগম খাতুন । রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশাফুর রহমানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।