মহেশপুরে শেখ রাসেলের ৫৩ তম জন্ম দিন পালিত
1 min readগতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর কজেল স্টান্ডের আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩ তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা রাসেল স্মৃতি সংঘের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিআরডিবি’র চেয়ারম্যান মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সহ সভাপতি ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেন,উপজেলা রাসেল স্মৃতি সংঘের সাবেক সভাপতি ওয়ায়েজ উদ্দিন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ইয়াকুব আলী, জিয়াউর রহমান নয়ন,পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক আলমগীর কবীর,রকিব উদ্দিন,উপজেলা তাতী লীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার,সাধারণ সম্পাদক আসাদুর রহমান, উপজেলা রাসেল স্মৃতি সংঘের সদস্য হোসেন আলী,নজরুল মিস্ত্রি, রুস্তম আলী ইদ্রিস আলী প্রমুখ।