Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুরে ১০ পরিবারের মানবেতর জীবনযাপন

1 min read
মহেশপুরে ১০ পরিবারের মানবেতর জীবনযাপন
মহেশপুরে ১০ পরিবারের মানবেতর জীবনযাপন

গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের খেটে খাওয়া ১০টি পরিবারের বসতভিটা জলাবদ্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বদর উদ্দীন মন্ডল, গ্রাম পুলিশ আবু তালেব, মালেকা বানু, গোলাম মন্ডল, ইন্তাজ আলী, তাজু মন্ডল, হারান আলী, শাহাদত ও কালু মিয়াসহ ১০-১২ টি পরিবার অতিবৃষ্টিতে জলাবদ্ধ হয়ে গত ১ মাস যাবত মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত তাদের বাড়িতে ২-৩ ফুট পানি জমে রয়েছে। সারাদিন বাড়ির বাইরে থেকে রাতে কোনো রকম ঘরে নিদ্রা যাচ্ছে।

গ্রাম পুলিশ আবু তালেব বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণেই আমাদের আজ এই অবস্থা।

গোলাম মন্ডল বলেন, পানি বের হওয়ার কোনো জায়গা নেই। আশপাশের বাড়িগুলো এমনভাবে তৈরি যার কারণে পানি বের হতে পারে না। গবাদি পশুগুলো নিয়ে পানির মধ্যে বসবাস করছি, ঘা-পচড়া রোগজীবাণু দেখা দিচ্ছে।

ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুর ইসলাম সিরাজ জানান, তাদের পানি নিষ্কাশনসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *