মহেশপুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস এম মনিরুজ্জামানকে গণসংবর্ধনা
1 min readবাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস এম মনিরুজ্জামানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, গাজীরুল নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস এম মনিরুজ্জামান মহেশপুর উপজেলার খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ছিলেন।
শনিবার বেলা ১১টায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্ণর এস এম মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী, জনতা ব্যাংকের ডিজিএম মো: আব্দুল মুন্সি, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সুরুজ্জামান মিয়া, এনামুল হক, এমদাদুল হক বুলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এটিএম খাইরুল আনাম।
তারেক মাহমুদ
ঝিনাইদহ