মহেশপুর শ্যামকুড়ে এক যুবককে কুপিয়ে হত্যা
1 min readঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামের নিনদা পাড়া এলাকায় ওয়াশিম (২৬) নামের এক যুবকের কুপিয়ে হত্যা করেছে দু্বৃত্তরা। শুক্রবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। ওয়াশিম ইউপির অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে। এঘটনায় জড়িত সন্দে শ্যামকুড় গ্রামের আমছার মন্ডলের পুত্র কাবিল (২৪)কে আটক করা হয়েছে।
মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ফাঁড়ির আই সি এস আই গাজী রবিউল ইসলাম নিশ্চত করে বলেন লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।
শ্যামকুড় ইউপি সদস্য করিম জানান ১লা জুন রাত ১১ টার সময় শ্যামকুড় নিনদা পাড়ার পুকুর পাড় থেকে ক্ষত বিক্ষত অবস্থায় ওয়াশিমের লাশ করে পুলিশ। সেই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে কাবিল নামের একজনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা থেকে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য ওয়াশিম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে করতো সে মাদক মামলায় দুইবার জেলও খেটেছে। এলাকার মানুষ ওয়াশিমকে পুলিশের সোর্স নামে চিহৃিত থাকায় ভয় পেত।