Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মিসবাহকে কাপুরুষ-স্বার্থপর বললেন শোয়েব

1 min read
মিসবাহকে কাপুরুষ-স্বার্থপর বললেন শোয়েব

মিসবাহকে কাপুরুষ-স্বার্থপর বললেন শোয়েব

মিসবাহকে কাপুরুষ-স্বার্থপর বললেন শোয়েব
মিসবাহকে কাপুরুষ-স্বার্থপর বললেন শোয়েব

এমনিতেই বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের প্রথম দু’ম্যাচে যথাক্রমে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিপর্যস্ত হয়ে আছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ উল হক। তার ওপর সেই ঘায়ে নতুন করে লবণ ছিটাচ্ছেন সাবেকরা।

বিশ্বকাপ মিশনের শুরুতেই হোঁচট খাওয়া অধিনায়ক মিসবাহকে ‘কাপুরুষ ও স্বার্থপর’ বিশেষণে ভূষিত করেছেন তার দলের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে তিন বিভাগেই চরম ব্যর্থতার প্রদর্শন সম্পর্কে ৩৯ বছর বয়সী শোয়েব পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে বলেন, আমি মিসবাহর মতো কাপুরুষ ও স্বার্থপর অধিনায়ক কখনো দেখিনি। তার নেতৃত্বে দল শুধু বিপর্যয়ের শিকার হচ্ছে।

দলের এই হারে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক, মোহাম্মদ ইউসুফের মতো সাবেক ক্রিকেটাররা।

এরমধ্যে মিসবাহর সমালোচনার পাশাপাশি ইউনুস খানের সমালোচনায়ও মেতেছেন তারা। এমনকি অনেকে ইউনুসকে টেস্ট স্কোয়াডেই রাখার জন্য বলেছেন।

অবশ্য, দলের বিপর্যয়ের কথা স্বীকার করে মিসবাহও বলেছেন, তারা এখন ‘বাঁচো, অথবা মরো’র অবস্থানে চলে এসেছেন। সেজন্য গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচের সবগুলোতেই জয়ের বিকল্প  নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *