মে দিবসেও ঝিনাইদহের শ্রমিক মারা গেল
1 min readঝিনাইদহ নিউজ ডেস্ক: শ্রমিকদের কর্মের অধিকার আদায়ের দিন হিসাবে পালিত হয় ঐতিহাসিক মে দিবস । সেই দিবসেও রক্ষা পেল না ঝিনাইদহের এক ট্রাক শ্রমিক ।
জানা গেছে,মেহেরপুর সদর উপজেলা বারাদিতে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে চালকের সহকারী সিরাজ উদ্দিন। বুধবার সকালে দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ঝিনাইদহ জেলার পবাহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক খুলনা থেকে মেহেরপুরে যাচ্ছিল। পথে মেহেরপুর সদর উপজেলার বারাদিতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি সেখানে উল্টে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের চালক ইউসুফ আলীকে মৃত এবং হেলপার সিরাজকে আহত অবস্থায় উদ্ধার করে। সিরাজকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত চালকের সহকারী সিরাজ উদ্দিন জানান, না ঘুমিয়ে অতিরিক্ত গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে ।