মোচিকের নির্বাচন ৫ জানুয়ারি
1 min readমোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের দ্বিÑবার্ষিক নির্বাচন আগামি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ি ২৮ ডিসেম্বর মনোনয়ন গ্রহন ও জমা দিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থিরা। ইতিমধ্যে ৩ জন সম্পাদক মন্ডলি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।তারা হলেন বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি ও মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, এবং দপ্তর ও কল্যান সম্পাদক আক্তারুল হক সাগর।
এ তিন পদে কেউ মনোনয়ন না কেনার কারনে তারা বিনা প্রতিদ্বন্দিতায় পাশ করেন।
এবার নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছে রবিউল ইসলাম নবি,আব্দুল লতিপ ও আব্দুস সাত্তার।গত কমিটিতে থাকা পুরাতন অনেকেই এবার নির্বাচন করছে না।কারন হলো গতবার পাশ করে শ্রমিক নেতারা সাধারন শ্রমিকদের তেমন কোন উপকার করতে পারেনি।
এবারের নির্বাচনে ১৩ টি পদের মধ্যে১০ টি পদে প্রার্থীরা নির্বাচন করছেন।বর্তমান ভোটার সংখ্যা ৯৫৪ জন। ভোটার সংখ্যা কম হবার কারনে পদের সংখ্যা কম হয়ে এসেছে।