মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই বন্ধ
1 min readঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে রোববার সকাল থেকে চিনিকলের আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, রোববার সকাল থেকে চিনি উৎপাদনের বয়লার মেশিন নষ্ট হওয়ার কারণে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে । চাষিদের মিলে আখ সরবরাহ না দেয়ার জন্য উপজেলায় মাইকিং করা হয়েছে ।
আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ থাকায় মিলের মাঠে রোদে পুড়ে নষ্ঠ হচ্ছে চাষিদের লাখ লাখ টাকার আখ। এতে লোকসানের মুখে পড়বে চাষীরা।
এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদন করা হবে সাড়ে ৭ হাজার মেট্রিক টন। গত বছরে ৪ হাজার ১২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল।