যমজ ফল খেলে যমজ সন্তান হয়?
1 min read
অনেকেরই ধারণা, যমজ ফল খেলে যমজ সন্তান হয়। তবে ধারণাটি কি সঠিক? এ প্রসঙ্গে বেসরকারী টিভি চ্যানেল এন টিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানে ভুলে ভরা গল্প বিভাগে কথা বলেছেন বিশিষ্ট চিকিৎসকরা। এই প্রসঙ্গে ডা. সজল আশফাক বলেন, ‘আসলে যমজ ফল খেলে যমজ সন্তান হয় এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ, যমজ সন্তান হওয়ার বিষয়টি নিতান্তই প্রকৃতির খেয়াল। এর পেছনে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের বিভিন্ন বিষয় রয়েছে। এগুলো খুবই জটিল প্রক্রিয়া। বৈজ্ঞানিকভাবে এর ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে এর সঙ্গে কোনোভাবেই ফল খাওয়ার কোনো সম্পর্ক নেই, সে ফল যমজই হোক, সে ফলে একটির সঙ্গে দুটো বা তিনটে ফল লাগানো থাকুক, তাতে কিছুই আসে যায় না।’
ডা. সজল আশফাকের মতে, ‘যমজ ফল যখন কেউ খায়, তখন সেই ফল হজম হয়ে যায়। এটি থেকে আমরা পুষ্টি পাই এবং এর যে পুষ্টি সেটি আমাদের রক্তে মিশে গিয়ে শক্তি বাড়ায়। এটি থেকে আমরা মিনারেল, ইলেকট্রলাইট পাই। এই ফলের মধ্যে এমন কোনো উপাদান নেই যেটি কোনো না কোনোভাবে যমজ সন্তান হওয়ার ব্যাপারে সামান্যতম ভূমিকা রাখে।