রেললাইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
1 min readরেললাইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধনকর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নারী নেত্রী শরিফা খাতুন, আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, অনির্বাণ প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক বলাই কুমার বিশ্বাস, সমাজ আজিজুর রহমান সালাম।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃটিশ আমলে ঝিনাইদহে রেল লাইন চালু ছিল। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। যে কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়েছে। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেল লাইন।
২০ লাখ মানুষের এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে তুলতে পদ্মা সেতুর রেল লাইনের সাথে ঝিনাইদহকে যুক্ত করে যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইনের দাবি জানান বক্তারা।