লঞ্চ ডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৩৭, তদন্ত কমিটি গঠন
1 min read
লঞ্চ ডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৩৭, তদন্ত কমিটি গঠন

পদ্মার পাটুরিয়া- দৗলতদিয়া নৌপথে ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফার অবস্থান সনাক্ত করেছে ডুবুরিরা। নদীর মাঝখানের এক ‘ডুবোচর’ এর ওপর লঞ্চটি আটকে আছে বলে জানিয়েছে দমকল বাহিনীর কর্মকর্তারা। কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে এখন পর্যন্ত ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় পাওয়া মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
উদ্ধারকৃত মৃতদেহ পাটুরিয়া ঘাটের বিআরটিসি যাত্রী ছাউনিতে রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কার্গো জাহাজের ধাক্কায় ‘এম ভি মোস্তফা’ লঞ্চ ডুবির ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহন অধিদফতর। রোববার (২২ ফেব্রুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার মেরিন সেফটি গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম খান।
এর আগে দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মালবাহী ‘এম ভি নার্গিস-১’ এর ধাক্কায় যাত্রীবাহী ‘এম ভি মোস্তফা’ লঞ্চটি পদ্মানদীতে ডুবে যায়।
সন্ধ্যা পর্যন্ত শিশু নারীসহ ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এর আগে যে গঠিত তদন্ত কমিটি গঠন করেছে, ওই কমিটিও এই দুর্ঘটনা তদন্ত করবে। এদিকে লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সচিব শফিক আলম মেহেদী।