শাহানুরের হামলার ১৩ আসামির আত্মসমর্পণ
1 min readঝিনাইদহ কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা শাহনুর বিশ্বাসের দুই পা হারানোর ঘটনায় ১৩জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২৩ নভেম্বর) তারা ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করনে। আদালতের বিজ্ঞ বিচার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এ ঘটনায় মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহ ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর ঝিনাইদহ পুলিশ প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়। পরে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে মরিয়া হয়।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, শাহানুরের ওপর হামলার ঘটনায় গত ৬ নভেম্বর তার বড় ভাই সামাউল বিশ্বাস বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দুই নম্বর আসামি আজাদ, তিন নম্বর আসামি কোরবান আলী ও ৭ নম্বর আসামি লিখনকে গ্রেপ্তার করে। এর মধ্যে লিখন জামিনে রয়েছেন। বাকি ১৩ জন আসামি বুধবার সকালে আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণ করতে আসা ১৩জন আসামি হলেন- মামলার প্রধান আসামি কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামাল হোসেন, মাহাবুবুর বিশ্বাস, আজম, মোতালেব, আবু তালেব, হাসান, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন,রুহুল আমিন, শিপন ওরফে দুখু, এমদাদুল, আরিফ হোসেন ও বিপ্লব।
হাইকোর্টের জারি করা ওই রুলে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসিকে বিবাদী করা হয়। রুলে আগামী ২৭ নভেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়।
কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম আরো জানান, মেয়েকে উত্ত্যক্তের বিষয়ে নয়, সামাজিক কোন্দলের কারণে শাহানুরের ওপর উপরোক্ত ব্যক্তিরা হামলা চালায়। দীর্ঘদিন ধরে শাহানুর গ্রুপের সাথে প্রতিপক্ষ গ্রুপের কোন্দল চলে আসছিল। পা হারানো শাহানুরের বিরুদ্ধে ১টি হত্যা, ৪টি মারামারির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এছাড়া তাদের এজাহারে মেয়ের উত্ত্যক্তের বিষয় কোথাও লেখা নেই।
উল্লেখ্য- গত ১৬ অক্টোবর সকাল ৮টার দিকে দুই মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে রড দিয়ে পিটিয়ে ও শাবল দিয়ে কুপিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের নলভাঙা গ্রামের শাহানুর বিশ্বাসকে আহত করে উত্ত্যক্তকারীরা। এরপর শাবল দিয়ে বাম পায়ের গোড়ালি থেকে মাংস তুলে নেয় হামলাকারীরা বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ খবর বিভিন্ন অনলাইন ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে হাইকোর্ট স্বপ্রনোদিত হয়ে ৭২ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।