Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শিক্ষক ও ব্যবসায়ীর সন্ধানের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

1 min read
শিক্ষক ও ব্যবসায়ীর সন্ধানের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

শিক্ষক ও ব্যবসায়ীর সন্ধানের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

শিক্ষক ও ব্যবসায়ীর সন্ধানের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন
শিক্ষক ও ব্যবসায়ীর সন্ধানের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষক ইদ্রিস আলী ও ব্যবসায়ী আনিছুর রহমানের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের লোকজন। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলাদা এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলাদা এই সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষক ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর গত ৪ আগষ্ট রাত ৮টার দিকে পাশ্ববর্তি শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল। রাস্তায় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌছালে ৩/৪ জনের সাদা পোষাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়। পরে খোঁজ নিলে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয় অস্বীকার করে আসছেন। এ ব্যাপারে শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেননি বলে লিখিত বক্তব্যে অভিযোগ করেন স্ত্রী বেগম ইদ্রিস।

অপর এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার কেশবপুর গ্রামের ধান ব্যবসায়ী আনিচুর রহমানের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করেন, গত ৩০ শে জুলাই রাত ১২টার দিকে ৩জন সাদা পোষাকধারী প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার বাড়ী থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে থানায় যোগাযোগ করা হলে তারা এ নামের কাউকে আটক বা গ্রেফতার করেনি বলে জানান।

তারা তাদের জিডি গ্রহণ করেননি বলে অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *