শিক্ষানীতি বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির মতবিনিময়
1 min read২০১০ সালে প্রণীত শিক্ষানীতি বাস্তবায়নের দাবী জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি। সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলানয়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ দাবী জানান শিক্ষকরা।
সেসময় উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতি, জেলা শাখার সদস্য প্রফেসর মহব্বত হোসেন, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেহের অধ্যক্ষ আব্দুস সোবহান, কোটচাঁদপুর সরকাি কে এম এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমান উল্লাহ, সরকারী কে সি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আসাদ-উজ-জামান, বিসিএস সাধারণ শিক্ষক সমিতি জেলা কমিটির সম্পাদক অনুতোষ কুমার, শিক্ষক নেতা মিজানুর রহমান, আবু তাহের, মনিরুল ইসলাম।
শিক্ষকরা বলেন, বেসরকারি কলেজ জাতীয়করণের ফলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকগণ ক্যাডারভুক্তি হচ্ছেন। যে কারণে সরাসরি বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চরম বঞ্চনার শিকার হচ্ছেন। এ সমস্যার হাত থেকে পরিত্রান পেতে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবী জানান।