শিক্ষা ব্যবস্থা জাতীকরণ, ৫ শতাংশ বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ শিক্ষক সমিতি
1 min readশিক্ষা ব্যবস্থা জাতীকরণ, বেসরকারী শিক্ষক কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি পেশ করেছে ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতি।
রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টার সময় শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তৃতা করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মহি উদ্দীন। সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কানু গোপাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসুচীতে আরো বক্তৃতা করেন আব্দুল মমিন, রেজাউল করিম, শাহানাজ পারভীন মন্নু প্রমুখ। মানববন্ধন কর্মসূচী শেষে জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্বারক লীপি পেশ করেন।
একই সময় কালীগঞ্জ শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারী শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলীপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মিজানুর রহমান, আজমলহুদা, ইব্রাহিম খলিল, মাদরাসা শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম ও আতিয়ার রহমান প্রমুখ।