শুক্রবার ঝিনাইদহ মাতাতে আসছেন জেমস
1 min readঝিনাইদহের আশিক মিউজিক ক্লাবের আয়োজনে ‘স্বাধীনতা কনসার্ট’ এ দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে আসছেন নগর বাউলখ্যাত কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস। আগামী ৩১ মার্চ শুক্রবার শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন আন্তর্জাতিক এই রকতারকা। ওইদিন বিকেল ৩টায় শুরু হবে কনসার্ট।
আয়োজকদের পক্ষে নৃত্যালয় একাডেমীর সাধারণ সম্পাদক আসিফ উল ইসলাম পাপ্পু বলেন, ‘কনসার্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহবাসীকে অন্যরকম আনন্দ দিতে শুক্রবার আমাদের সাথে নগর বাউল জেমস থাকবেন। তিনি এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন।’
তিনি বলেন, ‘লাখো ভক্তের এই শিল্পীর কনসার্ট নিয়ন্ত্রণে এখন প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছি। কনসার্টের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।’