শৈলকুপাই ইজিবাইক চালক নিকজের একদিন পর মৃতদেহ উদ্ধার
1 min readঝিনাইদহের শৈলকুপায় ইলিয়াস হোসেন (২৮) এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামের ক্যানেলের পাশ থেকে মৃতদেটি উদ্ধার করা হয়।
ইলিয়াস হোসেন শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।
শৈলকুপা থানার (ওসি) তরিকুল ইসলাম জানান, ইলিয়াস হোসেন মঙ্গলবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে রাতে বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় একটি জিডি করে। বুধবার বিকালে গোবিন্দপুর গ্রামের ক্যানেলের ধারে তার মৃতদেহ পাওয়া যায়। দুর্বৃত্তরা তার ইজিবাইকটি ছিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।