শৈলকুপায় অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই
1 min read
ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে ১টি গরু, ২টি ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার বড়দাহ গ্রামে।
জানা যায়, শনিবার রাতে বড়দাহ গ্রামের আমজাদের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় আবু তালেব ও ফারুকের ২টি বসত ঘর এবং আমজাদ ও অনিচের ২টি গোয়ালঘরসহ মোট ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ১টি গরু ও ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এছাড়াও ঘরে থাকা আসবাবসত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে কমপক্ষে ২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনী সেখানে পৌছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ৪টি ঘর, ১টি গরু, ২টা ছাগল, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।