শৈলকুপায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
1 min read
ঝিনাইদহের শৈলকুপা থেকে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার হাটফাজিলপুর গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের আইসি জামিরুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের জোয়ার্দ্দার পাড়া মসজিদের পিছনে ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ৭-৮ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে এ স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে পুলিশ ও এলাকাবাসি প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।