Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

1 min read

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ
শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ঋষিপাড়ায় পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রেজাউল ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু কালামকে কুপিয়ে আহত করার ঘটনায় সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাস, দীর্ঘদিন যাবত পৌর এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী আশরাফুল আজম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক তৈয়বুর রহমানের দ্বন্দ্ব চলে আসছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ঋষিপাড়ায় মেয়র আশরাফুল আজমের কর্মী সমর্থকেরা তৈয়বুর রহমান সমর্থক পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রেজাউল ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কালামকে কুপিয়ে আহত করে।

এরই সূত্র ধরে সন্ধায় উভয় গ্রুপের কর্মী সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাজার এলাকার চৌরাস্তা ও পৌর ভবন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসয় এসআই মাহমুদ আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আহত রেজাউল ও কালামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রেজাউলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষের প্রস্ততি নেয়। পুলিশ ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পৌর ভবন থেকে দেশীয় অস্ত্র ঢাল ভেলা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *