শৈলকুপায় কৃমি নাশক ঔষধ খাওয়া পর অসুস্থ শিক্ষার্থিরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, গুজবে আতংকিত না হবার পরামর্শ
1 min readঝিনাইদহের শৈলকুপায় কৃমি নাশক ট্যাবলেট খাওয়ার পর ২ শতাধিক শিক্ষার্থি অসুস্থ হবার পর হাসপাতালে ভতির্ হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বেশী অসুস্থ হয়েছে মেয়েরা। মৃত্যুর গুজবে আতংকিত হয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসুক জনতা ও অভিভাবকদের ভিড়ে তিল ধরানোর জায়গা ছিল না এসময়। এ সময় তাদের চিকিৎসা দেন ডা: কাউসার হামিদ সহ মেডিকেল অফিসারগন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার বাবর জানান, কৃমির নাশক ঔষধে কোন ক্ষতিকারক কিছু নাই, নিয়ম ভেঙ্গে গরমে রোদ্রে বেড়ানোই একটু অসুস্থ ভাব হতে পারে, কিন্ত অভিভাবকরা আতংকিত হয়ে পড়াই পরিস্থিতি জটিল হয়ে যায়। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে খাওয়ানো হলেও মাত্র কয়েকটি প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে।
এঘটনায় উৎসুক জনতা কে আতংকিত না হওয়ার জন্য মাইকে পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। এছাড়া হাসপাতাল পরিদর্শন করেন, ঝিনাইদহ -১ শৈলকুপা আসনের সাংসদ আব্দুল হাই এমপি, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, ভাইচ চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইচ চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি সহ জনপ্রতিনিধি বৃন্দ।