শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
1 min readঝিনাইদহ নিউজ: ঝিনাইদহের শৈলকুপায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, ব্যানার, ফেষ্টুন সহযোগে সড়কে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রমান্য চিত্র প্রদর্শণ এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।