শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত”
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় সোহেল উদ্দীন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে সোহেল চাঁদপুর জেলার মতলব উপজেলার নেদামদি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও আরএফএল ভিশন কোম্পানির টেকনিশিয়ান ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকেলে সোহেল ও তার এক সহকর্মী রানা মোটরসাইকেলে করে শৈলকুপা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ভাটই বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায় ও রানা আহত হন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।”