শৈলকুপায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
1 min readঝিনাইদহের শৈলকুপায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিজেদের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা জামালপুর নাম স্থানে রাত সোয়া ১টার দিকে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ১০ বোতল ফেনসিডিল ৫০০টি ইয়াবা এবং পিস্তলের দুটি ও বন্দুকের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ।