Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় দুগ্রুপে সংঘর্ষ: মহিলা নির্যাতন, আহত ৫

1 min read

শৈলকুপায় দুগ্রুপে সংঘর্ষ: মহিলা নির্যাতন, আহত ৫

শৈলকুপায় দুগ্রুপে সংঘর্ষ: মহিলা নির্যাতন, আহত ৫
শৈলকুপায় দুগ্রুপে সংঘর্ষ: মহিলা নির্যাতন, আহত ৫

 ঝিনাইদহের শৈলকুপার কাচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে দু গ্রুপে সংঘর্ষে ৪ মহিলা সহ ৫ জন আহত হয়েছেন।

রবিবার সন্ধায় এ ঘটনা ঘটে।
আহতরা শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, আশংকাজনক অবস্থায় আন্না খাতুনকে ঝিনাইদহে এবং হুক্কাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জেসমিন অভিযোগ করেন, বাসু, ইকবাল, ইখন, ওয়াজ,আলফাজ, সোহেল সহ তাদের বিরোধী লোকেরা তাদের উপর হামলা করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যাই, মিস্ত্রীর টাকা না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত হয়। এছাড়া আগের দিন শাবানা বেগম নামে এক মহিলাকে মারতে মারতে বিবস্ত্র করে ফেলে অভিযুক্তরা।
এছাড়া ধান ও সিমেন্ট লুটের অভিযোগ পাওয়া গেছে।

শৈলকুপা থানা অফিসার ইনচার্য তরিকুল ইসলাম বলেন, আমি শুনেছি, দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *